প্রতিবন্ধীদের সহযোগিতায় উপজেলা চেয়ারম্যানের অভিনব উদ্যোগ

0 239

||শাহিন আহমেদ|| দাউদকান্দি উপজেলার সকল ধরনের শারীরিক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এর ব্যক্তিগত প্রচেষ্টায় অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপজেলার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপজেলা চেয়ারম্যান ৩০টি হুইল চেয়ার বিতরণ, ৫টি স্মার্ট হোয়াইট ক্যান (দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় হাতের ছড়ি) এবং বধির ব্যক্তিদের জন্য ২ টা হেয়ার এইড ( কথা শ্রবণের স্বয়ংক্রিয় যন্ত্র) বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী দাউদকান্দি নিউজকে বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, সাধারণভাবে চলাফেরা করা মেধাবী মানুষের মত প্রতিবন্ধী আমাদের দেশের সম্পদ। এদের সঠিক পরিচর্যা ও সক্ষমতা অনুযায়ী কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকেও বিশাল জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। শারীরিক বিকলাঙ্গসহ অন্যান্য নানাবিধ প্রতিবন্ধীরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। তাইতো সব সময় প্রতিবন্ধীদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করি।
তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তবে প্রতিবন্ধী শ্রেণীর মানুষেরা আপনার আমার মতো সামাজিক মূল্যবোধ ও সম্মান নিয়ে সমাজে বসবাস করতে পারবে।

তবে, হুইল চেয়ার, স্মার্ট হোয়াইট কেন ও হেয়ার এইড পেতে আগ্রহী প্রতিবন্ধীদের, সরকার নিবন্ধিত প্রতিবন্ধী কার্ড, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সদ্য তোলা ছবিসহ দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী বরাবর আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের জন্য বলা হয়েছে।কোন তথ্য জানার থাকলে সার্ভিস ডেস্ক এর ০১৮৬৬০৫৭৬০৮ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.