।। নিজস্ব প্রতিনিধি।।
২৩ মে দাউদকান্দির রায়পুর গণহত্যা দিবসে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ মে ২০২৪, বিকেলে রায়পুর বধ্যভূমিতে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান দাউদকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
পুষ্প অর্পর্ণে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, সিসিডিএ এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মোল্লা, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মে রায়পুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৯ জন নারী-পুরুষকে রায়পুর খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। শহীদরা হলেন, শহীদ ডাক্তার পাণ্ডব দেবনাথ, শহীদ শীতল চন্দ্র সরকার, শহীদ পাণ্ডব সাহা, শহীদ বিদিশীনী সাহা, শহীদ ফেলান সরকার, শহীদ শরৎ চন্দ্র সরকার, শহীদ সুধির বণিক, শহীদ কামিনী সুন্দরী দেবনাথ এবং শহীদ উমেশ সরকার (হারাই মিস্ত্রী)।