দাউদকান্দি হরতাল মুক্ত- মেজর মোহাম্মদ আলী (অব.)

0 1,265

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলাকে হরতাল মুক্ত ঘোষণা করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

রোববার (২৯ অক্টোবর ২০২৩) সকালে উপজেলার গৌরীপুর বাজারে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিববাদে এক বিক্ষোভ-মিছিল শেষে বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন শাখা এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

এ সময় তিনি বলেন, দাউদকান্দি উপজেলার মানুষ শান্তিপ্রিয়। আমি দাউদকান্দি উপজেলার জনগণের সেবক হিসেবে বলতে চাই, দাউদকান্দি উপজেলাকে হরতাল মুক্ত ঘোষণা করা হলো। দাউদকান্দিতে সকল স্কুল-কলেজ -মাদ্রাসা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

ছবি: বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে দাউদকান্দির গৌরীপুরে আওয়ামী লীগের এক বিক্ষোভ-মিছিলের একাংশ।

 এসয় মেজর মোহাম্মদ আলী আরও বলেন, দাউদকান্দিবাসীর উদ্দেশে বলতে চাই, আমরা দাউদকান্দির মানুষ শান্তি চাই। আমরা কোনো জ্বালাও-পোড়ার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। প্রিয় দাউদকান্দিবাসী, আপনারা সবকিছু খোলা রাখবেন। আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো ইনশাল্লাহ। এই দাউদকান্দিতে কেউ যদি সন্ত্রাসী কার‌্যক্রম করে, কেউ যদি আগুন-সন্ত্রাস করে, তাকে আমরা একবিন্দু ছাড় দেব না।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.