মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে উত্তাল দাউদকান্দি

0 24,837

।। নিজস্ব প্রতিনিধি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত খোন্দকার  মোশতাক আহমদের সকল সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে উত্তাল কুমিল্লার দাউদকান্দি উপজেলা। এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট ২০১৯) দুপুরে উপজেলার শহীদ নগর ট্রমা সেন্টারে আয়োজিত বিক্ষোভ ও মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)-এর নেতৃত্বে, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী কুমিল্লার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার জনতা।

ছবি : মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তোর দাবিতে বিক্ষোভের একাংশ।

কর্মসূচির একপর‌্যায়ে বিক্ষুদ্ধ জনতা বিক্ষোভ-মিছিল নিয়ে দশপাড়াস্থ খোন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও করতে এগিয়ে যায়। বিক্ষোভ-মিছিলটি স্থানীয় ভাগলপুর গ্রামের এসে পৌঁছালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিশের। পুশিলের বাধা পেয়ে বিক্ষুব্ধ জনতা ভাগলপুরের ভাণ্ডারী মাঠে একত্রিত হয়।

ছবি : অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাধা দেয়।

এ সময় তারা-

খুনি মোশতাকের প্রতি ধিক্কার/নিতে চাই না খুনির কলঙ্কভার, সরকারের কাছে দাবি জানাই/মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত চাই, প্রশাসনের কাছে দাবি জানাই/ খুনির স্মৃতিমুক্ত কুমিল্লা চাই, কুমিল্লাবাসীর দাবি একটাই/মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত চাই, ৭৫ এর বিচার হলো/মোশতাক কেন রয়ে গেল?, আজকের দাবি একটাই/মোশতাকের বাড়ি বাজেয়াপ্ত চাই/মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত হলে/তবেই যাব ঘরে ফিরে – প্রভৃতি শ্লোগান দেয়।

এরপর ঘৃণা প্রদর্শণের অংশ হিসেবে হাজারো জনতা মোশতাকে প্রতিকৃতিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে।

ছবি : মোশতাকের প্রতিকৃতিতে ঝাড়ু ও জুতা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

শহীদ নগর ট্রমা সেন্টারে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসনা হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেসা জেবু, কুমিল্লা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি অনিক, সাবেক সভাপতি বাবু, কুমিল্লা জেলা উত্তর শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব , উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুর ইসলাম নয়ন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি : মোশতাকের প্রতিকৃতিতে ঝাড়ু ও জুতা নিক্ষেপ করছে  বিক্ষুব্ধ জনতা।

 

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.