ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে দাউদকান্দিতে বিশেষ সভা

।। নিজস্ব প্রতিনিধি।।
সম্প্রতি বহুল আলোচিত ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট যানজট। এই যানজট নিরসনে শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সভা।  এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। কুমিল্লা জেলা প্রশাসক আলী হোসেন মীর, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)সহ সকল সহকারী পুলিশ সুপার ও টোল আদায় কর্তৃপক্ষের প্রতিনিধিরা সভায় উপসস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, যানজট নিরসনে কাল থেকে বসানো হবে মোবাইল কোর্ট। এর মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি সরাসরি বাতিল করা হবে।
এছাড়াও যানজটের স্থায়ী সমাধানে নানামুখী উদ্যোগ নেয়া হবে বলে সভায় জানানো হয়।