অফিসের পথে বৃষ্টিতে ভিজলে যা করবেন
আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই আকাশের মুখ গম্ভীর, কালো মেঘের আনাগোনা। আর তার মধ্যেই আপনার অফিস যাওয়া আর আসা। সঙ্গে ছাতা তো রাখতেই হবে। কিন্তু অনেক সময়ই এমন হয়, ছাতা থাকতেও ভিজে পুরো চুপচুপে। রাস্তায় কোমর পানি, পা থেকে মাথা…