।। নিজস্ব প্রতিনিধি।।
দাউদকান্দিতে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না বলে বিএনপি-জামায়াতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
রোববার (২৯ অক্টোবর ২০২৩) সকালে বিএনিপর জ্বালাও-পোড়াও, পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে, উপজেলার গৌরীপুরে বাজারে এক বিক্ষোভ-মিছিল শেষে বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন শাখা এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
বক্তব্যে মেজর মোহাম্মদ আলী আরও বলেন, দাউদকান্দিবাসীর উদ্দেশে বলতে চাই, আমরা দাউদকান্দির মানুষ শান্তি চাই। আমরা কোনো জ্বালাও-পোড়ার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। প্রিয় দাউদকান্দিবাসী, আপনারা সবকিছু খোলা রাখবেন। আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো ইনশাল্লাহ। এই দাউদকান্দিতে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করে, কেউ যদি আগুন-সন্ত্রাস করে, তাকে আমরা একবিন্দু ছাড় দেব না।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া, যুবলীগ নেতা জুলহাস এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেববক লীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।