||নিজস্ব প্রতিনিধি||
নির্বাচনী প্রচারণায় না যাওয়াকে কেন্দ্র করে, টেলিফোনে স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে , নির্বাচনের পরে দেখে নেয়ার হুমকি দিয়েছেন, নৌকা প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) সকালে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নে পূর্বঘোষিত নির্বাচনী প্রচারণায় অংশ নেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১ আসনের নৌকা প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর । প্রচারণায় স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান উপস্থিত না থাকায় তিনি এই হুমকি দেন।
বিস্তারিত বর্ণনায় ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন, মারুকায় নির্বাচনী প্রচারণায় এসে , ইঞ্জিনিয়ার সবুর ভাই ,আমার মোবাইলে ফোন করে,আমাকে একপ্রকার জোরপূর্বক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বলেন এবং কেনো অংশগ্রহণ করলাম না তাই আমাকে টেলিফোনে বলেন “ তোমার কি আমার প্রয়োজন পড়বেনা, আমি নিজে চেয়ারম্যান বানাই!! তুমি কিভাবে চেয়ারম্যানগীরি করো আমি তোমাকে দেখে নিবো” বলে তিনি ফোন কেটে দেন।
আমি স্বাধীন দেশের নাগরিক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে, সকল প্রার্থীকে বলপ্রয়োগ, পেশীশক্তি প্রদর্শন না করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।আমি কোথায় যাবো, না যাবো একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তিনি নৌকা প্রতীকের এমপি প্রার্থী হয়ে,একজন জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে এমন রূঢ় আচরণ করতে পারেন না বলে মোঃ শাহজাহান মক্তব্য করেন।