মাদক পাচারকালে দাউদকান্দিতে পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেপ্তার ৫
||নিজস্ব প্রতিনিধি||
বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল পাচারকালে কুমিল্লার দাউদকান্দি থেকে শহিদুর রহমান নামে সিআইডির এক পরিদর্শক ও রাকিবুল হাসান নামে টুরিস্ট পুলিশের এক দারোগাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ জুন ২০২০) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-১ উত্তরা, ঢাকার একটি দল।
এ ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১ সূত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, র্যাবের একটি দল বুধবার গভীর রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকা অভিমুখী (ঢাকা মেট্রো ল ৪৩-৭৩-১৩) একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালায়। এ সময় র্যাব ওই প্রাইভেটকার থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করে। এসময় প্রাইভেটকারে থাকা সিআইডির এক পরিদর্শক ও টুরিস্ট পুলিশের এক দারোগাসহ পাঁচজনকে আটক করা হয়।