জেনারেল ভূঁইয়া তিতাসের ঘরে ঘরে পরিচিত নাম-পারভেজ হোসেন সরকার

0 692

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান
পারভেজ হোসেন সরকার বলেছেন,
মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া তিতাসের ঘরে ঘরে পরিচিত নাম। তিনি একসময় এই তিতাস থেকে নির্বাচন করেছেন। প্রতিটি ঘরে গেছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উনার ছেলে, আমার সহযোদ্ধা
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই পরিবার থেকে যাকেই নৌকা দেয়া হবে, আমরা তিতাসবাসী তাকেই বিজয়ী করবো।

সোমবার ২০ নভেম্বর ২০২৩, বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার পক্ষে দলের মনোনয়ন পত্র জমা দেয়ার প্রাক্কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, যার উন্নয়নে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুমিল্লা-১ দাউদকান্দি ও তিতাস আসন থেকে
মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, এমপি মহোদয় অথবা মেজর (অব.) মোহাম্মদ আলী- যাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হবে, আমরা তিতাসবাসী তাকেই বিপুলভোটে নৌকার জয় উপহার দেবো।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.