|| নিজস্ব প্রতিনিধি || দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম সালাউদ্দিন সরকারের ১ম মৃত্যুবাষির্কীতে বারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দাউদকান্দির বারপাড়া ইউনিয়নের সাতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টা এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. গোলাম মহিউদ্দিন খান সুমন, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মো. রোমান, বারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. নুরে আলম সিদ্দিকী, মালিগাও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাহিদ ভূঁইয়া, পদুয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মো. নাজমুল হাসান, পৌর শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. রুবেল হোসেন, উপজেলা ছাত্রলীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো. আরিফ ফকির, আহবায়ক ১নং সুন্দলপুর মডেল ইউনিয়ন মো. আরমান ভুইয়াসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা
আলোচনা সভায় বক্তারা মরহুম সালাউদ্দিন সরকারের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন। মিলাদ মাহফিল শেষে দোয়া-মুনাজাতে সকলে মহান আল্লাহ তা’আলার দরবারে মরহুম সালাউদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনা করা হয়।