||শাহিন আহমেদ|| কুমিল্লার দাউদকান্দি উপজেলার অত্যন্ত জনবহুল সড়ক বলদাখাল-শ্রীরায়েরচর সড়ক। এসড়কে যানজট ও জনদুর্ভোগ কমাতে দিনের বেলায় সকল প্রকার ভারী যানবাহন চলাচলে (লরী, ট্রাক, বালুবাহী ড্রাম ট্রাক) অন্যান্য ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।
উপজেলার পৌর সদরের দক্ষিণ সতানন্দি, পশ্চিম দিঘীর পাড়, উত্তর নছরুদ্দি, কাজিরকোনা, দৌলদ্দিসহ আশেপাশের গ্রামের বিস্তীর্ণ এলাকায় অবাধে বালু মহল গড়ে ওঠায়, রাস্তায় প্রতিদিন কয়েক হাজার বালুবাহী বড় ট্রাক ড্রাম ট্রাক যাতায়াত করছে। এছাড়া এই সড়কে কয়েকটি স’মিল হওয়ায় গাছের বড় লরি যাতায়াত করে। ফলে সড়কটি সরু হওয়ায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয় এবং ভারী যানবাহন চলাচলের কারণে নির্দিষ্ট সময়ের পূর্বেই রাস্তা নষ্ট হয়ে যায়। এতে জনদুর্ভোগে পরে অত্র রাস্তা দিয়ে যাওয়া আসা করা চাঁদপুর ও আশপাশের জেলার প্রায় কয়েক লাখ মানুষ।
তবে, জনস্বার্থের কথা বিবেচনা করে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)
এ রাস্তা দিয়ে যাতায়াত করা সকল ভারী যানবাহন ব্যবহারকারীদের দিনের বেলায় চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছেন।
এ আদেশ বাস্তবায়নে সরেজমিনে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি নাইমুর রহমান রাব্বি, মোঃ শাহিন আহমেদ ও পিআরও সানি হাসানসহ দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রবিউল সরকার বাবু , বলদাখাল-শ্রীরায়েরচর সড়ক পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার যাত্রীরা উপজেলা পরিষদ চেয়ারম্যানের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং তারা বলেন, প্রায়ই বড় গাড়ির জন্য রাস্তার প্রবেশমুখে যানজট লেগে থাকে এছাড়া দিনের বেলা বড় গাড়ির চাপে অনেক যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ইজিবাইক পাশের খালে উল্টে পড়ে। এতে সাধারণ মানুষের প্রাণহানির মতো ঘটনাও ঘটে। তবে এ নিষেধাজ্ঞার ফলে দিনের বেলায় যাত্রীবাহী ছোট গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
পূর্ববর্তী সংবাদ