||নিজস্ব প্রতিনিধি||
ইদুল ফিতরের আগের রাতে চাঁদ দেখার জন্য পরিবার ও বন্ধুরা একসঙ্গে জড়ো হয়ে থাকেন। কুমিল্লা-১ আসনে নির্বাচনের আগেও দেখা গেলো সেই ‘চাঁদ রাতে’র ।
কুমিল্লা -১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে ভোটাদের টাকার বিনিময়ে ভোট কেনার মাধ্যমে সেই“চাদ রাতের” মাহাত্ম্য পাওয়া গেল।
শনিবার (০৬ জানুয়ারি ২০২৪) দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দৌলতারকান্দি ও পার্শ্ববর্তী গ্রামের ভোটাদের সরাসরি টাকার বিনিময়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য মোটা অংকের টাকার বিনিময় হয়।
নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে এই অবৈধ অর্থ বিনিময় করেন,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আহাম্মদ হোসেন তালুকদার।
তাদের এই অর্থ বিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
গোয়ালমারী ইউনিয়নের নাম প্রকাশ অনিচ্ছুক এক ভোটার বলেন, সরকার নির্বাচন দিয়েছে প্রতিটি নাগরিক যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোটকেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ইচ্ছা অনুযায়ী মার্কায় ভোট দিতে পারেন। কিন্তু আমাদেরকে টাকার প্রলোভন এবং বিভিন্ন হুমকি ধামকি দিয়ে নৌকা প্রতীকে জোরপূর্বক ভোট দেয়ার জন্য এভাবে অর্থ বিতরণ করলে, আমরা আমাদের সঠিক ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবো। আমরা সাধারণ জনগণ নিরপেক্ষভাবে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য ভোট কেন্দ্রগুলোতে নিরাপদে এবং সুষ্ঠুভাবে যেতে চাই।