|নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার জননন্দিত নেতা, দাউদকান্দির কৃতি সন্তান, কুমিল্লা (উ.) জেলা আওয়ামী লীগের (সাবেক) অন্যতম সদস্য এবং ক্রীড়া সংগঠক ইউসুফ জামিল বাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দাউদকান্দির বিভিন্ন জায়গায় মরহুমের জন্য দোয়া করা হয়।
মৃত্যুবার্ষিকীতে, প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) আলাদা আলাদা বাণীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
২০১৬ সালের ১৭ নভেম্বর বর্ষিয়ান রাজনীতিক ইউসুফ জামিল বাবু মারা যান। তিনি কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার নিজ বাড়িতে বসবাস করতেন। মরহুম বাবু ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। কুমিল্লা ডায়াবেটিক্ হাসপাতাল ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিগত নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি। তাঁর বড় ছেলে নাইম ইউসুফ সেইন বর্তমানে দাউদকান্দি পৌরসভার মেয়র।