দাউদকান্দি মেঘনার সংসদ সদস্য”এর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান ও প্রণোদনার কৃষি উপকরন বিতরণ

0 331

 

।।নিজস্ব প্রতিনিধি।।
সংসদ সদস্য এর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান ও বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তরে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্ভোদন করেন।

সমবায় (১৮ নভেম্বর ২০১৯) সকালে উপজেলা পরিষদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্তিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথি কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

উল্লেখ কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণে ছিল ভুট্টা -৪৪০০ জন,সরিষা-২০০ জন, গম-১০০ জন ও মুগ -৫০ জন (মোট=৪৭৫০ জন)

ক্রীড়া সামগ্রী ফুটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন সেট, ব্যাটমিন্টন, ভলিবল, দাবা, হ্যান্ডবল, ক্রিকেট সেট। এবং নগদ ২৫০০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ৩৩ জন নারী ও পুরুষের মাঝে বিতরণ হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.