দাউদকান্দি উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

0 468

 

।।নিজস্ব প্রতিনিধি।।
দাউদকান্দি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর/২০১৯ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০১৯) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্তিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া

এতে, কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

 

সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা হল:-
১. দাউদকান্দি উপজেলা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা। ২. বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত উনিয়ন কমিটির সভা নিয়মিত অনুষ্ঠান, উক্ত সভা অনুষ্ঠান শেষে সভার কার্যবিবরণী উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে দাখিল। ৩. ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির মিটিং নিয়মিত অনুষ্ঠান। ৪. ডেঙ্গু/এডিস মশার আক্রমণ বাড়ছে বিধায় বাড়ীর-অফিসের আশে পার্শ্বে জঙ্গল পরিষ্কার করা। ৫. দাউদকান্দির বিভিন্ন স্টেশনে সিএনজির নির্ধারিত ভাড়ার তালিকা রাখা। ৬. রোহিঙ্গা দিক খেয়াল রেখে নিবন্ধন সনদ দেওয়া। ৭. মহাসড়কের পার্শ্বে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীকে নির্ধারিতস্থানে নামানো। ৮. শারদীয় দুর্গোৎসব/২০১৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। ৯. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচলরত যানবাহনের হেডলাইট উর্ধাংশ কালো রং দ্বারা আবৃত করার কার্যক্রম অব্যাহত রাখা।
উপরোক্ত বিষয় গুলো সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলে দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সকল ইউনিয়নের চেয়ারম্যান। #(এস-এইচ)#

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.