||নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার সম্মেলন ২৭ অক্টোবর-২০১৯ রবিবার উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া।
সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম। বাংলাদেশ শিক্ষক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার বিদায়ী সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওসার আলী শেখ।
বাংলাদেশ শিক্ষক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার বিদায়ী সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসেম সরকার। উপস্থিত ছিলেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম প্রমুখ।
দাউদকান্দি উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক এবং শিক্ষিকারা এ সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম কে সভাপতি এবং দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।