|। শাহিন আহমেদ || শিশু-কিশোর ও তরুণদের মেধা বিকাশের জন্য পাঠ্যপুস্তকের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই বলেছেন, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্তবিনোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ক্রীড়া সামগ্রী (playing accessories) বিতরণ কালে একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জেনারেল ভূঁইয়া বলেন, প্রাথমিক শিক্ষা একটি উন্নত শিক্ষিত জাতির স্তম্ভ। এসময় তিনি শিশুদের শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ঘটাতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন।
এছাড়া তিনি আমন্ত্রিত শিক্ষক ও অভিভাবক সদস্য বৃন্দের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন যেন প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীকে পুস্তক গত পড়া চাপিয়ে না দিয়ে চিত্তবিনোদন ও খেলাধুলার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর প্রাধান্য দেযন।
এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলামসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।
পরে এমপি জেনারেল ভূঁইয়া দাউদকান্দি উপজেলায় কর্মরত গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার শাড়ি কাপড় বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক বিল্লালুর রশিদ দোলন, উপজেলা আওয়ামী লীগ সদস্য গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া সরকার, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, যুবলীগ নেতা মোমেন খানসহ দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।