সকলের ঐক্যে এগিয়ে যাবে দাউদকান্দি- জেনারেল ভূঁইয়া

258

 

|| শাহিন আহমেদ || দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবধ্য প্রচেষ্টায়, জাতির পিতার সোনার বাংলা গড়তে ও দাউদকান্দিকে একটি আধুনিক বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেছেন মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা ও ৬০ তম মাসিক সমন্বয় সভায় কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব মো. সুবিদ আলী ভূঁইয়া এ কথা বলেছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার মো. কামরুল ইসলাম খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ। এছাড়াও দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভার সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দ।

এসময় এমপি জেনারেল ভূঁইয়া আইন-শৃঙ্খলা সভায় দাউদকান্দি উপজেলার আইন-শৃংখলার খোঁজখবর নেন। জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট বিভাগকে নিরলসভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্দেশ্যে বলেন, সকলের নিরলস প্রচেষ্টায় দাউদকান্দি একটি বসবাসযোগ্য নগরীতে পরিণত হবে। সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী উপস্থিত দাউদকান্দি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিরলস প্রচেষ্টায় দাউদকান্দি উপজেলা আজ বাংলাদেশের অন্যতম সেরা একটি উপজেলা হিসেবে বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করে নজির স্থাপন করেছে। এই কৃতিত্বের অংশীদার আপনারাও। আগামীতে দাউদকান্দিকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট বিভাগের সকলকে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বের প্রতি শতভাগ মনোযোগী হওয়া ও সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.