এমপি জেনারেল ভূঁইয়ার নির্দেশে,বহুল প্রত্যাশিত গৌরীপুর বাজার সড়কের উন্নয়ন কাজ শুরু

0 3,431

||নিজস্ব প্রতিনিধি||

বহুল প্রত্যাশিত গৌরিপুর-হোমনা সড়কের, গৌরীপুর মোড় থেকে গৌরীপুর বাজার পর্যন্ত ভাঙ্গা সড়কের নির্মাণ কাজ শুরু হচ্ছে।সাংসদ জেনারেল ভূঁইয়ার নির্দেশে, সড়ক ও জনপথ বিভাগ সড়কের নির্মাণ কাজ শুরু করেছে।

রাস্তা নির্মাণ কাজের ব্যবহৃত সব যন্ত্রাংশ আনা হচ্ছে।

(২৭ এপ্রিল,২০২০) সোমবার রাত থেকেই সড়কের নির্মাণ কাজের অংশে, উন্নয়ন কাজের ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র আনা হচ্ছে।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, এবং এটি অত্র এলাকার মানুষের প্রাণের দাবি হিসেবে রুপান্তরিত হয়েছিল। অবশেষে এমপির ডিও লেটার এর মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগ কাজটি করার অনুমোদন দিয়েছেন। জাতীয় সংসদ অধিবেশনে সড়কের নির্মাণ কাজের অনুমোদন দেওয়ায় এমপি জেনারেল ভূঁইয়া, সড়ক-সেতু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নির্মাণ কাজ শুরু হওয়ায় গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান সরকার বলেন, এটি ছিল বৃহত্তর গৌরীপুর বাসীর প্রাণের দাবি, অবশেষে এমপি ডিও লেটারের মাধ্যমে এবং উপজেলা চেয়ারম্যান এর সার্বিক সহযোগিতায় সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ায় গৌরীপুরবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছে । সড়কের কাজটি শেষ হলে গৌরীপুরবাসি এর সুফল ভোগ করবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.