।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) কে হত্যা পরিকল্পনার মামলার নথি থানা থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৪ নভেম্বর ২০১৯) নিজের ফেসবুক পেজে এক লেখায় মোহাম্মদ আলী এ অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।
মেজর মোহাম্মদ আলী জানান, বিগত একাদশ সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালন করেন তিনি। এসময় নির্বাচনকে বানচাল ও ব্যহত করার জন্য স্থানীয় বিএনপি-জামায়াতের ক্যাডার ও সন্ত্রাসীরা এলাকার বিভিন্ন স্থানে নৌকার নেতাকর্মীদের ওপর হামলা করে। মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থী ও একজন বীর মুক্তিযোদ্ধার বিপুল জনপ্রিয়তা এবং নির্বাচনী গণজোয়ারে নিশ্চিত পরাজয় জেনে যাওয়ার পরিপ্রেক্ষিততে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা একপর্যায়ে তাকে হত্যার পরিকল্পনা করে। মোহাম্মদ আলী আরও জানান, নির্বাচনের কয়েকদিন আগে বিএনপির সন্ত্রাসী আসলাম মিয়াজী আমাকে ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিনকে হত্যার জন্য মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তিকে নির্দেশ দেয়। এ জন্য মোটা অংকের অর্থ দেয়া হবে বলেও জানানো হয় ওই ফোনালাপে। ফোনালাপটি ফাঁস হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর গত ২৮/১২/২০১৮ই তারিখে হত্যা পরিকল্পনার আলামতসহ দাউদকান্দি মডেল থানায় আমি অভিযোগ দায়ের করি। অভিযোগ করার পর ৭ সাত মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আরও বিস্ময়ের ব্যাপার যে, গত ৯/১০/২০১৯ তারিখে আমার ব্যক্তিগত সহকারী উপরিউক্ত অভিযোগের ব্যাপারে থানায় তথ্য চাইলে জানানো হয়, অভিযোগের কোনো নথি থানায় সংরক্ষিত নেই।’
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ না করা এবং থানা থেকে মামলার নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন মোহাম্মদ আলী। ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “সেনাবাহিনীর চাকরি ছেড়ে “রাজনীতিতে” আসা কি, আমার অন্যায় হয়েছে? আমাকে কেন হত্যার পরিকল্পনা করা হলো? আবার সেই হত্যা পরিকল্পনার মামলার কাগজ, আমার নিজ থানা থেকেই গায়েব? আমাকে হত্যার পরিকল্পনা করে, জীবনের মূল্যবান সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান- ‘নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে দুনিয়ার সমগ্র মানবজাতিকে হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীকে রক্ষা করল।’ (সূরা মায়িদা, ৩২)।
হত্যার পরিকল্পনার অডিওসহ মোহাম্মদ আলীর ফেসবুকে লেখার লিংকটি পাঠকদের সুবিধার্থে দেয়া হল- https://www.facebook.com/698924126825913/posts/2691193840932255/