চাঞ্চল্যকর কালাম হত্যা মামলার অন্যতম আসামি সাজ্জাতকে গ্রেফতার

0 381

 

|| শাহিন আহমেদ ||কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১ নং সদর (উত্তর) ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের চাঞ্চল্যকর কালাম হত্যার প্রধান আসামি সাজ্জাদ মিয়াকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে।
জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই মনিরুল (কালাম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা) এএসআই মোবারক হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পালিয়ে থাকা কালাম হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়।
এ বিষয় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, দাউদকান্দি মডেল থানার চৌকস পুলিশ সদস্যদের দক্ষতায় পালিয়ে থাকা হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান গত ৩০ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে দাউদকান্দি সদর (উত্তর) ইউনিয়ন এর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের কালামকে রাতের অন্ধকারে ঘর থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। এতে মারাত্মক আহত হয় কালাম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পথিমধ্যে মৃত্যুবরণ করে কালাম।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. ইসমাইল বাদী হয়ে সাজ্জাদসহ ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে।
অভিযুক্ত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.