||নিজস্ব প্রতিনিধি||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, কুমিল্লা -১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী বিধিনিষেধ মানার বালাই নেই।
আজ (২৭ ডিসেম্বর ২০২৩) বিকাল ৫ ঘটিকায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা।
এসময় নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনার্থে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান।
উল্লেখ্য,নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোন বক্তব্য বা কোন শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করিতে পারিবেন না কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সমর্থকরা পথসভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ছবি সম্বলিত টি-শার্ট পরিধান করে পথসভায় অংশগ্রহণ করেন। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১০(ঙ) ধারা ভঙ্গ করে নির্বাচনি প্রচারণার জন্য শার্টে প্রার্থীর ছবি ও বক্তব্য ব্যবহার করার অপরাধে একই বিধির বিধি ১৮ অনুযায়ী ২৪৯ কুমিল্লা-০১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জনাব মো: আবদুস সবুরের পক্ষে জনাব মো: সাইফুল ইসলামকে ১০০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ সময় উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকদের আচরণবিধি মেনে প্রচারণা করার জন্য অনুরোধ করেন অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি প্রদান করেন।