দাউদকান্দিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে,উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

0 824

||নিজস্ব প্রতিনিধি||

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দাউদকান্দি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে “মাসিক মতবিনিময় সভা” করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান ।

প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), শিশুদের ঝরে-পড়া রোধ, বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ, বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে তার প্রচেষ্ঠা অব্যাহত থাকার বিষয়ে ঘোষণা দেন।প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার নির্দেশ প্রদান করেন।

এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উপজেলার ১ শত ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.