||নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনে ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলায় হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে( জিআর ৩৯৫)। ঘটনার পর দাউদকান্দি মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ইউনিয়নের পালের বাজারে পুলিশের একটি অস্থায়ী চৌকি স্থাপন করে। এবং আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে তাই উভয়পক্ষকে কঠোর হুঁশিয়ারি প্রদান করে।
উক্ত ঘটনায় আসামিগন আদালত থেকে জামিন চাইতে গেলে,আদালত জামিন নামঞ্জুর করে ৩ জনকে গ্রেফতার করে জেলে প্রেরণ করেন। গ্রেফতারকৃতরা হলেন,১)কামরুল মিয়াজী পিতা-মৃত বাদশা মিয়াজী,গ্রাম-বাউরিয়া।২)আলী হোসেন বাবু,পিতা:সোনা মিয়া শেখ গ্রাম:কবিচন্দ্রদি৩)সেলিম মিয়া,পিতা:মৃত. মোহাম্মদ কবিরাজ গ্রাম:ভাউরিয়া। গত ২১ ডিসেম্বর ২০২৩ রাতে , দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাউরিয়া গ্রামে, নৌকা প্রতীকের সমর্থকরা , ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের কর্মী ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীদের সমর্থকদের উপর হামলায় অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।উল্লেখ্য হামলায় আহতদের সাথে কথা বলে যানা যায়,আহতরা আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকে নির্বাচনে প্রচার-প্রচারণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাউরিয়া গ্রামের, কামরুল মিয়াজী আলী হোসেন বাবু, সেলিম মিয়া কবির হোসেন,ওমর মিয়াজী সহ ১৫/১৬জনের একটি দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করেন । এতে গুরুতর আহত হয় দৌলতপুর ইউনিয়নের ছাত্রলীগ,যুবলীগের কয়েকজন নেতাকর্মী।পরে তারা সদল বলে স্বতন্ত্র সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর তাণ্ডব চালায়। আতঙ্কিত হয়ে আহতরা জোরে চিৎকার করলে, স্থানীয় লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এই ঘটনা শেষে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং জনমনে নৌকার সমর্থকদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান সাংবাদিকদের বলেন বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে একটি অংশগ্রহণ নির্বাচন করার উদ্দেশ্যে আমি নির্বাচনী প্রতিযোগিতা করছি, আমার বিজয় সুনিশ্চিত বুঝতে পেরে আমার নেতাকর্মী এবং সমর্থকদের উপর হুমকি,ধামকি ও হামলা হামলা চালাচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক।
পূর্ববর্তী সংবাদ