সবুজ বাংলাদেশ,স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) সকালে উপজেলার গৌরীপুর বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন৷
উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন,গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় অতীব গুরুত্বপূর্ন। তিনি সবাইকে বেশি করে বৃক্ষ রোপন করার জন্য পরামর্শ দেন। বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সুন্দর পৃথিবী গড়ে তোলার আহবান জানান তিনি।
বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এএসপি এনায়ত কবির শোয়েব (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন,দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ , অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছমির আলম সরকার, সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার পারভেজ দোলন, ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।