দলীয় কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন যুবলীগ ছাত্র লীগের সমন্বয় সভা

0 852

 

||নিজস্ব প্রতিনিধি||  কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় নেতা-কর্মীদের সাথে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. বিল্লাল মুন্সী।
সোমবার (২৭ জুলাই) বিকালে বাড়পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন যুবলীগ ছাত্র লীগের নেতা-কর্মীদের সাথে দলীয় কার্যক্রম গতিশীল ও আগামি উপজেলা নির্বাচনে দলীয় ভূমিকা ও করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন , ইউনিয়ন যুব লীগের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন মেম্বার, যুগ্ম- আহ্বায়ক নূরে আলম, মো. সাদ্দাম হোসেনসহ ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. বিল্লাল মুন্সী বলেন, বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে সু-সংগঠিত করতে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে।এছাড়া যে কোনো সামাজিক দায়বদ্ধতা ও দুর্যোগপূর্ণ অবস্থায় নিজের রাজনৈতিক পরিচয়ের গন্ডি পেড়িয়ে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে।
জাতীয় উপজেলা ও স্থানীয় নির্বাচনে যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা রাখার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.