||নিজস্ব প্রতিনিধি|| পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ৮শ ২ টি অসহায়-দুস্থ পরিবারের মাঝে এবং জি আর প্রকল্পের ৩’শ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়।
এসময় করোনাভাইরাস প্রতিরোধে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সোমবার (২৭ জুলাই,২০২০) সকাল থেকে সুন্দলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, ইউনিয়নের অসহায়-দুস্থ দরিদ্রদের মাঝে, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ আলম উপস্হিত থেকে অসহায়-দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউডিসি উদ্যোক্তা, ইউপি সদস্যগণ, আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান মো. মাসুদ আলম বলেন, “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে, সামাজিক দুরত্ব বজায় রেখে সুন্দলপুর ইউনিয়নে জি আর প্রকল্পের আওতায় ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি হারে এবং ভিজিএফ কার্ড কর্মসূচির আওতায় ৮শ ২ জন দুস্থ-অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করি।
এমপি জেনারেল ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী এবং উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে ইউনিয়নের অসহায়-দুস্থ-গরিব মানুষের মাঝে , অব্যাহতভাবে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম চলছে বলে তিনি অবহিত করেন।
এছাড়াও বর্তমানে ঈদুল আযহা উপলক্ষে সুন্দরপুর ইউনিয়নে পশুর হাটে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের হাতে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি বলেন।