আজ দাউদকান্দিতে আওয়ামী লীগের নির্বাচনী সভা, প্রস্তুতি ও সাজসজ্জায় ইতিহাস সৃষ্টি

533

।। নিজস্ব প্রতিনিধি।।

আজ শনিবার  কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগে নির্বাচনী সভা। সকালে দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাবী উচ্চ বিদ্যালয় মাঠে হবে বহুল আলোচিত এ সভা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিব্য সভাকে কেন্দ্র করে এরইমধ্যে চট্টগ্রাম বিভাগের প্রবেশদ্বার গোমতী সেতু থেকে শুরু করে দীর্ঘ কয়েকশ গজ পর‌্যন্ত জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বেলুন দিয়ে নান্দনিক করে তোলা হয়েছে। এ কাজের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। স্বাধীনতার ৪৭ বছর পর কোনো রাজনৈতিক দল দলীয় নির্বাচনী সভা উপলক্ষে কুমিল্লার প্রবেশদ্বার গোমতী সেতু ও টোলপ্লাজা এলাকা এবারের মত এত নান্দনিক করে তোলেননি। তাই পুরো দাউদকান্দিতে যেন বইছে ঈদ ঈদ রব। সেতু ও সেতু এলাকার সাজসজ্জা দেখে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যাত্রীদেরও নজর কেড়েছে। গাড়ির জানালার ফাঁক দিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মেজর মোহাম্মদ আলী (অব.)  জানান, আমার নেতা কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে দাউদকান্দি এলাকা আওয়ামী লীগের দূর্গে পরিণত হয়েছে। তারই স্বার্থক প্রতিফল এই ঐতিহাসিক সাজসজ্জা ও প্রস্তুতি। বাকি চমক শনিবার সকালে দেশবাসী দেখতে পাবে ইনশাল্লাহ।

শনিবার ইলিয়গঞ্জে অনুষ্ঠিতব্য সভায় উপস্থিত থাকবেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংসদ, জেলা ও ‍উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরইমধ্যে সভাকে জনসমুদ্রে পরণিত করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.