২২ সেপ্টেম্বর দাউদকান্দিতে নির্বাচনী জনসভা সফল করতে উপজেলা যুবলীগের বর্ধিত সভা

546

।। নিজস্ব প্রতিনিধি।।

আগামী ২২ সেপ্টেম্বর শনিবার কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা সফল করতে বর্ধিত সভা করেছে উপজেলা যুবলীগ।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর সরকারি বাসভবন পায়রায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আয়োজনে সভায় ২২ তারিখে নেতাকর্মীদের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও এদিন নৌকার পক্ষে অনুষ্ঠিতব্য জনসভাকে জনসমুদ্রে পরিণত করার পরিকল্পনা করা হয়।

সভায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী. ‍উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজাহান খন্দকার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমন, আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ভূঁইয়াসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.