দক্ষ শিক্ষক‌ই পারেন সুদক্ষ জাতির ভিত গড়তে: মেজর মোহাম্মদ আলী (অব.)

0 205

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন,
একজন দক্ষ ও সুশিক্ষিত শিক্ষক‌ই পারে একটি জাতিকে সুদক্ষ, সভ্য এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয় করে গড়ে তুলতে।

ছবি: দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী (অব.) প্রশিক্ষণরত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, মাধ্যমিকে প্রতিটা ক্লাসে ইংরেজি শিক্ষকদের ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক করতে হবে, কারণ বর্তমান সভ্য পৃথিবীতে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজির কোন বিকল্প নেই। এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যদি নিজেদের ভিত্তিটা ছোটবেলা থেকেই শক্তভাবে গড়ে তুলতে না পারে তবে তারা জাতির কোন কাজেই আসবে না। এতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে দেশের শিক্ষক সমাজকে।

এ সময় তিনি আরো বলেন, শুধু ইংরেজি নয় শিক্ষকদেরকে তাদের নিজস্ব পাঠ্য দানকৃত বিষয়ের উপর যথোপযুক্ত জ্ঞান থাকা আবশ্যক।

ছবিতে: দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।

এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দাউদকান্দি উপজেলার পৌরসভা এবং ১৬টি ইউনিয়নের ২৫ জন ইংরেজি বিষয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করছে- উপজেলা মাধ্যমিক মাদ্রাসা শিক্ষা কমিটি। সহায়তা করছে স্থানীয় সরকার বিভাগ ও জাপান আন্তর্জাতিক সংস্থা (জাইকা)।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.