স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আবারো ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে : মেজর মোহাম্মদ আলী

686

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সেনা পরিষদের অন্যতম সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসছে। এরমধ্যে দেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে আবারও এই অপশক্তিকে জবাব দেয়া হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সেনা পরিষদ ও মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

ছবি : অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামকে স্বাগত জানান মেজর মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

এতে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটের সভাপতি  ক্যাপ্টেম (অব.) এ বি তাজুল ইসলাম এবং সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা বিসিএস কল্যাণ সমিতিরি সভাপতি এস কে হাবিবুল্লাহ।

বঙ্গবন্ধু সেনা পরিষদের আহ্বায়ক মেজর (অব.) আতমা হালিমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.