।।নিজস্ব প্রতিনিধি।।
বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন উদযাপন করলো বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড কর্তৃপক্ষ।
অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরস্থ ডিকে টাওয়ারের সেভেনহিল রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও এবং তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জুলফিকার আলী অতিথিদের স্বাগত জানান। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পের পরামর্শক এবং বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের প্রধান উপদেষ্টা শফিক চৌধুরী কোম্পানির ২০১৮-২০১৯ ট্যাক্স সেশনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে শফিক চোধুরী বলেন, বেসিস আইসিটি অ্যাওয়া্র্ড অর্জনের মাধ্যমে জুলফিকার আলী প্রমাণ করেছে যে, সে একজন ভালো তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা। আশা করি বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. কামাল হোসেন, বেসিসের পরিচালক দিদারুল আলম সানি, বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের লিগাল পার্টনার এ এইচ এম বেলাল চৌধুরী ও প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার এনায়েত খন্দকার রনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এরপর জুলফিকার আলী ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের উত্থান ও অর্জন’ এর গল্প তুলে ধরে বিমোহিত করেনে অতিথিদেরকে।
পরে কেক কাটা ও রাতে ডিনার পর্বের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
গত ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করে অনলাইনে দেশের প্রথম আয়কর জমার দেয়ার সফটওয়্যার কোম্পানি বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড [https://bdtax.com.bd]। একই সঙ্গে আন্তর্জাতিক Asia Pasific ICT Alliance Award ( APICTA) অ্যাওয়ার্ড ২০১৮’ এর জন্য মনোনয়ন লাভের গৌরব অর্জন করে। আগামী ৯-১৩ অক্টোবর ২০১৮, চীনে অনুষ্ঠিতব্য Asia Pasific ICT Alliance Award ( APICTA) অ্যাওয়ার্ড ২০১৮’ অনুষ্ঠানে Finace and accounting solution (FINETECH) ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটি। এদিন রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অব.) এবং প্রতিষ্ঠাতা ও সিইও- তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জাব্বার।
ছবি : বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অব.) এবং প্রতিষ্ঠাতা ও সিইও- তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলির হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জাব্বার।
উল্লেখ্য, এর আগে বিডি ট্যাক্সটেকনোলজি লিমিটেড ‘বাংলাদেশ স্টারটাপ অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ‘ডেইলি স্টার আইসিটি অ্যাওর্য়াড ২০১৭’র মনোনয়ন অর্জন করে।
২০১৫ সালে যাত্রা শুরুর অল্পসময়ের মধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় বিডি টেক্স টেকনোলজি লিমিটেড। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২৫,০০০ হাজার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.