দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সংস্কার হচ্ছে গৌরীপুর-হোমনা সড়ক

0 665

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিসহ আশাপাশের কয়েকটি উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র প্রসিদ্ধ গৌরীপুর বাজার। এটি অত্র অঞ্চলের অর্থনৈতিক রাজধানী হিসেবেও পরিচিত। বিগত দিনের বৃষ্টিতে গৌরীপুর-হোমনা রোডের গৌরীপুর বাজার অংশের সড়ক বেহাল দশায় পরিণত হয়। এতে চরম দুর্ভোগে পড়ের চলাচলকারী জনগণ। এরই পরিপ্রেক্ষি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নিজস্ব অর্থায়নে গুরুত্বপুর্ণ এই সড়কের প্রাথমিক মেরামতের কাজ শুরু হয়েছে। এরমাধ্যমে দুর্ভোগ কমবে লাখো মানুষের।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর ২০১৯) এই মেরামতের কাজ শুরু হয়। তত্ত্বাবধান করছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ী থানার ইনচার্জ আ.স.ম আব্দুল নুর, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান সরকার এবং গৌরীপুর সি.এন.জি মালিক সমিতির সভাপতি বাবু সরকার।

 

উল্লেখ্য, সরকারিভাবে জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার করতে সময় সাপেক্ষ ব্যাপার। তাই উপজেলা চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে সড়কটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেন, যাতে আপাতত পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচলা করতে পারেন।
উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, শিগগির উপযুক্ত সরকারি বরাদ্দের মাধ্যমে সড়কটি আরও মজবুত করে সংস্কার করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.