||নিজস্ব প্রতিনিধি||
সরকারি চাকরির বিধি ভঙ্গ করে নৌকা প্রতীকের নির্বাচনী সভায় অংশ নিয়ে শোকজ পেলেন,ফেনী দাগনভূঞা উপজেলায় কর্মরত, দাউদকান্দি পৌর সদরের কাজীরকোনা গ্রামের বাসিন্দা উপ-সহকারী প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন।
২৮ ডিসেম্বর বিষয়টি জানাজানি হলে,সরকারি কর্মকর্তা বিল্লালকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার সিনিয়র সহকারী জজ মুক্তা রানী।
এদিকে শোকজ খাওয়া সরকারি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, কুমিল্লা -১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে বিভিন্ন পথসভা,মিছিল ও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে, নিজেকে একজন ত্যাগী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্হানে প্রচারনা করে আসছিলো এবং নৌকা প্রতীকের জন্য ভোট চাওয়া এবং নিজ ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছেন,যা সামাজিক যোগাযোগ মাধ্যম,গণমাধ্যমে প্রচারিত হওয়া, ভিডিও ক্লিপ ও স্থিরচিত্রের মাধ্যমে ভাইরাল হয়। যার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে ।
![](https://www.daudkandinews.com/wp-content/uploads/2023/12/Picsart_23-12-29_00-03-05-516-300x300.jpg)
এই মর্মে কুমিল্লা -১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মুক্তা রানীর প্রেরিত চিঠিতে উল্লেখ,‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ১৪(১)(২) এর বিধি লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এ অবস্থায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১২.৩০ মিনিটে নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।