এসএসসি পরীক্ষা: টেস্টে অকৃতকার্যদের ফরম পূরণে কোন সুপারিশ নয়- দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান

0 282

।।নিজস্ব প্রতিনিধি।।

আসন্ন এসএসসি পরীক্ষা ২০২০ উপলক্ষে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের চূড়ান্ত ফরম পূরণ না করতে দিতে নির্দেশ দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

মঙ্গলবার (৫ নভেম্বর ২০১৯) বিকেলে গৌরীপুর সুবল- আফতাব উচ্চ বিদ্যালয় ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দেন তিনি। একইসঙ্গে উপজেলার সকল হাইস্কুলের প্রধান শিক্ষকদেরকেও এই নির্দেশনা দেয়া হয়।
২০২০ সালে SSC পরিক্ষার জন্য নির্বাচনী পরীক্ষায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ৪৭৮ জন ও গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ৪০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ৪২৭ জন উত্তির্ন ও ৫১জন অকৃতকার্য এবং গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ৩৬৪ জন উত্তির্ন ও ৪১ জন অকৃতকার্য হয়। এই পরিসংখ্যান জেনেই উপজেলা চেয়ারম্যান এই নির্দেশনা দেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, একজন শিক্ষার্থীকে অবশ্যই সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাতে শিক্ষার্থী নিজে, তার পরিবার এবং দেশ উপকৃত হবে। এজন্য প্রয়োজন সঠিক লেখাপড়া চর্চা এবং জীবনের চ্যালেঞ্জ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া। তার জন্য টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, জীবনের জন্য ফাউন্ডেশন। যে শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের SSC পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া মানে তার জীবনকে ধ্বংস করতে দেওয়া- এটা চলবে না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা টেস্ট পরীক্ষায় খারাপ করেছে তারা আর ভালো করে আগামীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে।

উল্লেখ্য,গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্তিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। আর
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.