একাধিক মামলার পলাতক আসামি ও দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর গ্রেপ্তার

576

।। নিজস্ব প্রতিনিধি।।

একাধিক মামলার পলাতক আসামি ও কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এএসআই(নি.)/মো. মেহেদী হাসান ও এএসআই(নি.)/ প্রদীপ দাশ বিশেষ অভিযান পরিচালনা করে ২২-০২-২০১৯ রাত আনুমানিক ২০.৪৫ টায় দাউদকান্দি থানার গৌরীপুর এলাকা হতে দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি একাধিক মামলার পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত  আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
তার বাবার নাম সিরাজ মিয়া, গ্রাম-পেন্নাই।

আজ ২৩-০২-২০১৯ শনিবার গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর বিএনপির দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা দখল করে পাঁচতলা ভবন নির্মাণসহ অনেক অভিযোগ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.