জাতীয় নির্বাচন ২০১৮: দাউদকান্দিতে ২২ সেপ্টেম্বর আওয়ামী লীগের জনসভা

418

।। নিজস্ব প্রতিনিধি।।
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ে  প্রথম “নির্বাচনী জনসভা” অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর, শনিবার।

সভাটি হবে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন) সকাল ১০ টায়। এতে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ, চট্টগ্রাম বিভাগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রোববার রাতে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) কর্তৃক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপে পাঠানো তথ্যের মাধ্যমে একথা জানানো হয়।

এতে আরও জানানো হয়, উক্ত জনসভায় শুধুমাত্র “বঙ্গবন্ধু /জননেত্রী শেখ হাসিনা এবং নৌকার” পক্ষে স্লোগান হবে। দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাস উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের জনসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। জনসভার ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান মোহাম্মদ আলী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.