আর্তমানবতার সেবায় দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ কর্মীরা

0 912

 

||মোঃ শাহিন আহমেদ||

দেশের ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন পর্যন্ত সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই ধারাবাহিকতায় পড়না ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে অন্যান্য জেলা-উপজেলার মত, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) নির্দেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন এর নেতৃত্বে, দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের সদস্যরা।

 

 

মেজর মোহাম্মদ আলী’র নির্দেশে নিরলশ কাজ করে যাচ্ছে, স্বেচ্ছাসেবকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সকল জনপ্রতিনিধি আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা। সেই লক্ষ্যে দাউদকান্দি উপজেলা পরিষদের পক্ষে প্রায় ১০,০০০ স্বল্পআয়ের মানুষকে ত্রান দেয়া হচ্ছে এবং ছাত্রলীগের কর্মীরাই সেই সকল ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,স্বাধীনতা যুদ্ধের পরে একটি বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন আমি “প্রধানমন্ত্রিত্ব চাই না আমি দেশের মানুষের মুখে হাসি চাই” আমিও সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগের কোন কর্মী স্বার্থ চায়না আমরা চাই দেশের ক্রান্তিলগ্নে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দাউদকান্দি উপজেলা শাখার উপজেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগ এবং কলেজ শাখা ছাত্রলীগের সকল সদস্যরা যার যার অবস্থান থেকে নিরলসভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে তাদেরকে নিয়ে আমি গর্বিত।

এ সময় আরো উপস্থিত ছিলেন থানা যুবলীগের সদস্য মোঃ আক্তার হোসেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান রাব্বি, দাউদকান্দি উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহিন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রনি, হাসানপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, পৌর যুবলীগ সদস্য মোঃ রাসেল এছাড়াও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.