সাংসদের নির্দেশে স্বল্প আয়ের ৫০০ জনের মাঝে খাদ্য বিতরণ করছেন মেঘনার যুবলীগ নেতা কাইয়ুম

0 683

 

||নিজস্ব প্রতিনিধি||

করোনা ভাইরাসের কারণে দৈনন্দিন কাজ বন্ধ হয়ে যাওয়া গরিব-দুঃখী এবং স্বল্প আয়ের মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হওয়ায়, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশে, মেঘনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর সংঘের সভাপতি মো. কাইয়ুম পায়ে হেঁটে, মেঘনা উপজেলায় স্বল্প আয়ের মানুষের দ্বারে দ্বারে ঘুরে প্রায় ৫০০ জনের মাঝে চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করছেন।

 

 

মানুষের দ্বারে দ্বারে ঘুরে ত্রাণ বিতরণ করছেন, যুবলীগ নেতা কাইয়ুম

 

প্রতিনিধির সাথে কথা বলার সময় কাইয়ুম জানান, গণমানুষের নেতা এমপি সুবিদ আলী ভূঁইয়া আমাদের বলেছেন, ‘জনগণের কাছে শুধু ভোট চাওয়ার জন্যই যাওয়া নয়, মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই হচ্ছে প্রকৃত জনপ্রতিনিধির কাজ।’ তাইতো করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এলাকার এই দুর্যোগপূর্ণ সময়ে এমপি মহোদয়ের নির্দেশনায় সকল অসহায় মানুষের ঘরে খাদ্য ও নিত্য পণ্য পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ, এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো- যতদিন না স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.