||নিজস্ব প্রতিনিধি||
মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান কর্তৃক পরিচালিত “আফরোজা আমান সুলতানা ফাউন্ডেশন” কর্তৃক সবসময় মেঘনা উপজেলায় দুঃস্থ অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

করোনা ভাইরাস পরিস্থিতির কারনে দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে, মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অসহায় খেটে খাওয়া মানুষের স্বাভাবিক দিনযাপন ব্যাহত হচ্ছে।এই সময় প্রায় ৩০০ দিনমজুর মানুষের পাশে দাঁড়ালেন মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মালয়েশিয়া প্রবাসী আমান উল্লাহ আমান।

কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এর নির্দেশনায়, আফরোজা সুলতানা আমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আফরোজা সুলতানা আমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, ও মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আমান উল্লাহ আমানের ,সহযোগিতায় মেঘনা উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের অসহায় হত দরিদ্র ও গরিব দুঃখি মানুষের মাঝে নিত্যপণ্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়, গোবিন্দপুর ইউনিয়নের প্রায় ৩০০ এর অধিক লোকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা।
প্রতিনিধির সাথে তিনি বলেন, বাংলাদেশের দুর্দিনে তিনি নিজের এলাকার অসহায় গরিব দুঃখি মানুষের কথা ভেবে এই উদ্যোগটি নিয়েছি, আর আমি আশা করি সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো এই মহামারী করোনা ভাইরাসের এই করুণ সময়ে অসহায় মানুষগুলো হয়তো ভালোভাবে চলতে পারবে, ওরা ভালোভাবে চললেই করোনাভাইরাস মোকাবেলায় আমরা সফল হতে পারব বলে বিশ্বাস করেন।