রোহিঙ্গা শিশুদের জন্য আরো ১৩শ’ শিক্ষাকেন্দ্র হচ্ছে

319

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের পড়ালেখার জন্য এক হাজার তিনশ’ শিক্ষাকেন্দ্র তৈরি করতে যাচ্ছে ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড (ইউনিসেফ)। কক্সবাজারে এসব শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হবে।

প্রতিদিন তিন শিফটে করে শিশুদের শিক্ষা দেওয়া হবে। এক এক শিফটে ৩৫ জন শিক্ষার্থী থাকবে। প্রাথমিক পর্যায়ে চার থেকে ছয় বছর বয়সী শিশু এবং এরপরের ধাপে ছয় থেকে ১৪ বছর পর্যন্ত শিশুদের বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান দেওয়া হবে। ভাষা হিসেবে তারা শিখবে ইংরেজি ও বার্মিজ। এছাড়াও শিখবে অংক, বিজ্ঞান, ছবি আঁকা এবং সংগীত।
এদিকে সীমান্তে এখন পর্যন্ত ১৮২টি কেন্দ্রে অন্তত ১৫ হাজার শিশুকে শিক্ষা দেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.