মুক্তিযুদ্ধে নয় মাস: প্রকাশের ৪৫ বছর পরও পাঠকের পছন্দের তালিকায়

351

।।নিজস্ব প্রতিনিধি।।

মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার [বর্তমানে সংসদ সদস্য] লেখা ‘মুক্তিযুদ্ধে নয় মাস’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৭২ সালের জুন মাসে। সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হিসেবে মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে নিজের ডায়েরিতে লিখে রাখা নানা গুরুত্বপূর্ণ  ঘটনার বিবরণ নিয়েই প্রকাশ করা হয় গ্রন্থটি। এটি প্রকাশ করে সুনামধন্য প্রকাশক আহমদ পাবলিশিং হাউস।

মুক্তিযুদ্ধে নয় মাস গ্রন্থের সূচিপত্র

সদ্য স্বাধীন দেশে বইটি প্রকাশের পরপরই ব্যাপক প্রশংসিত হয়। এটি মুক্তিযুদ্ধের ওপর লেখা প্রথম ২/১টি গ্রন্থের অন্যতম। গুরুত্ব বিবেচনায় গ্রন্থটির প্রথম সংস্করণ দ্রুতই শেষ হয়।

এরপর ১৯৭৪ সালে বের হয় দ্বিতীয় সংস্করণ। বর্তমানে বাজারে বইটির অষ্টম মুদ্রণ চলমান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এখন পর‌্যন্ত ৫ হাজারেরও বেশি বই প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান থাকায় ‘মুক্তিযুদ্ধে নয় মাস’ গ্রন্থটির এখনো ভালো চাহিদা রয়েছে পাঠক ও গবেষকদের কাছে। চলমান অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তেও ভাল বিক্রি হচ্ছে গ্রন্থটি- এমনটাই জানালেন প্রকাশক আহমদ পাবলিশিং হাউসের বর্তমান কর্ণধার মেসবাহ উদ্দিন আহমেদ পাশা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.