খুনি মোশতাকের বাড়ি উচ্ছেদের দাবি: পুলিশের গুলি, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আহত

0 661

কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দি থেকে উচ্ছেদ, অপসারণ এবং সকল প্রকার সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করা হয়েছে।

রবিবার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এই দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
 
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদনগর বাস স্ট্যান্ড থেকে খন্দকার মোশতাকের বাড়ি দশপাড়ায় যেতে চাইলে ষোলপাড়া এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। এবং হুড়োহুড়ি করে দৌঁড়াতে গিয়ে মিছিলের নেতৃত্বদানকারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন এবং সাংবাদিকসহ পাঁচজন আহত হন।
বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেল পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসূফ সেইন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডাভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া এবং সহ-সভাপতি ও সাংবাদিক মো হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, ‘কুমিল্লা’ নাম বাদ দিয়ে ‘ময়নামতি’ নামটি বিভাগ হিসেবে ঘোষণার একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘কুমিল্লা’ নামটি পছন্দ করেন না। তার কারণ হচ্ছে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক, তাহের উদ্দীন ঠাকুর, কর্নেল রশিদ বৃহত্তর কুমিল্লা জেলার বাসিন্দা। এই তিন খুনির অপকর্মের দায় কুমিল্লার সাধরণ মানুষ নিবে না। বলেও হুশিয়ারি দেন বক্তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.