আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই গৃহহীনরা গৃহ নির্মাণের সামগ্রী পায়: সুবিদ আলী ভুইয়া এমপি

0 450

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভুইয়া এমপি  বলেছেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের গৃহ হারা দুস্থ ও গরীবরা গৃহনির্মাণ সামগ্রী পায়। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে গরীব লোকের সংখ্যা কমে গেছে। তাই এখনও যাদের ঘর নেই তাদেরকে আবাসস্থল নির্মাণ করে দিচ্ছে আমাদের সরকার। তিনি আজ সোমবার দাউদকান্দি উপজেলার গৃহহীনদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ কালে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন। এসময় দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নের ১২০জন গৃহহীনদের মাঝে প্রত্যেককে ১২০ বান্ডেল ঢেউটিন এবং নগদ ৬হাজার টাকা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিনের সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপন্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ এসডু, সহকারী কমিশনার ভুমি অরবিন্দ বিশ্বাস, আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন ও ত্রান-দূর্যোগ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান সহ প্রমুখ ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.