||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাঈমকে সমর্থন জানিয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) দুপুরে কুমিল্লা-১ (দাউদকান্দি -তিতাস) আসনের দাউদকান্দি উপজেলা দৌলতপুর ইউনিয়ন ও গোয়ালমারী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন এমপি প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান।
ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থনে , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা,মোঃ সোহরাব,বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন এবং উক্ত দুই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বার্থে যুদ্ব করেছি । মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মুক্তিযোদ্ধাবান্ধব সরকার।আমরা বীর মুক্তিযোদ্ধারা আবারো শেখ হাসিনাকে চাই ক্ষমতায় চাই।
কিন্তু যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করতে জানে না, বীর মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে আমরা তাদের পক্ষে নাই। যারা নৌকা নিয়ে এসেছে তারা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে জানে না, যাদের পাশে নিয়ে দৌড়ায় তারা মুক্তিযোদ্ধার ম ও বুঝেনা। ৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবসের দাওয়াত দেয়ার পর অনুষ্ঠানে আসেনাই।
আমরা মুক্তিযোদ্ধারা দলের হাইকমান্ডের নির্দেশনা মেনেই , আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানকে সমর্থন করে,তার প্রতীক ঈগলের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছি।
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থনে আমরা বীর মুক্তিযোদ্ধারা মাঠে নেমেছি। তাকে বিজয়ী করতে আমরা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, আমরা মুক্তিযোদ্ধারা কারো গোলাম না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্মানিত করেছেন, সেখানে একজন নৌকার প্রার্থী হয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করার ক্ষমতা ,নেত্রী কাউকে দেয় নাই। নাঈম হাসান ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার রক্ত কখনো বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী সৈনিকদের সাথে বেইমানি করতে পারে না।
তিনি নির্বাচনে স্বতন্ত্র মনোনয়নপত্র পেয়েই , আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা জেনারেল ভূঁইয়ার দোয়া নেয়ার জন্য তার সাথে কয়েকবার সাক্ষাৎ করেছেন কয়েকবার সাক্ষাৎ করেছেন। কিন্তু অনেকে নৌকার প্রার্থী হয়েও, বর্তমান নৌকার তিনবারের জনগণের ভোটে নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা জেনারেল ভূঁইয়ার সাথে একটি বার দেখা করার প্রয়োজন মনে করেনাই।
জেনারেল ভূইয়ার কর্মী যারা আমরা বীর মুক্তিযোদ্ধা আছি আমরা সবাই ব্যারিস্টার নাঈম হাসানের ঈগল প্রতীকের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছি।
এসময় স্বাধীনতার স্বপক্ষের জনতাসহ সকলকে পাশে থেকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এমপি প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের ঈগল পাখি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধারা।