||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার অংশ হিসেবে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক সামগ্রী হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এসব সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেন।
বুধবার(২৫ অক্টোবর ২০২৩) সকালে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
এসময় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহার উল আলম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলায় সরিষা ৮শ জন, মসুর ১০ জন ও খেসারি ডাল ১০ জন মোট ৮শত ২০জনকে বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ।
পরে, উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিপির অর্থায়নে সাংস্কৃতি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন । উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহজাহান ভূঁইয়া।
সাংস্কৃতিক সামগ্রী প্রাপ্ত ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হলো বরকোটা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,জুরানপুর করিমুন্নেসা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়,বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীম উদ্দিন আহম্মেদ, বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আল-আমিন ও বরকোটা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাংস্কৃতিক শিক্ষক ত্রিবিন্দু মিত্র।