||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে , চেয়ারম্যান এলইডি টিভি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪)বিকেলে গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের গোলাম হোসেন সরকার বড়বাড়ি ওয়াকফা স্টেডিয়াম মাঠে ভলিবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ভলিবল টিম বনাম তিতাস উপজেলার গাজীপুর ভলিবল টিম।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরোসার্জন বিভাগের অধ্যাপক ও B.M.A. এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ জাহাঙ্গীর আলম সরকার। গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ টিপু সরকার, মোঃ মোতালেব মেম্বার বাহাউদ্দিন সরকার সাবেক মেম্বার।
খেলাটি পরিচালনা করেন মোঃ আশরাফ সরকার, মোঃ শাহজালাল সরকার,জাকির মুন্সি ও শিপন ভূইয়া।ধারাভাষ্যে ছিলেন কবির হোসেন।
তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে বাউশিয়া, গজারিয়া উপজেলা ভলিবল দলকেকে ০/৩ সেটে হারিয়ে জয় লাভ করে গাজীপুর, তিতাস উপজেলা ভলিবল টিম।খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।