দাউদকান্দিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস -২০২৩ উদযাপন

0 162

||শাহিন আহমেদ||
কুমিল্লার দাউদকান্দি  উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

দিসবটি উপলক্ষে রবিবার সকালে দাউদকান্দি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জিয়াউর রহমান।

এসময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল আলম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন  উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ জিয়াউর রহমান  বলেন, জনগনের সেবায় সরকারি দপ্তরের সকল দরজা সব সময় খোলা থাকবে। একই সঙ্গে সরকারের সব ধরনের সেবা আমরা সম্পুর্ন হয়রানিমুক্ত ভাবে জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকারি অফিসে এসে কাজ না পেলে কিংবা কেউ উৎকোচ দাবি করলে বিষয়টি সরাসরি তাকে জানানোর জন্য পরামর্শ দেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.