মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩ শয্যার সেন্ট্রাল অক্সিজেন চালু

0 278

 

|| শাহিন আহমেদ || কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজেটিভ ও সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ৪৩ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০) সকালে ডা. আজিজ মেমোরিয়াল সেন্টারের সহযোগিতায় মেঘনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেনের কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবুল ফজল মীর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল্লাহ রতন সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিলন সরকার।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেঘনা থানার ওসি মো. আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

উদ্বোধনী বক্তব্য জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, জেলায় প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তিতে অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস সেবা চালু হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ এ উপজেলায় এ সেবা চালু করা হয়েছে। যা এখন থেকে সাধারন মানুষের চিকিৎসা নিশ্চিতে কাজ শুরু হলো। ফলে এই অঞ্চলের মানুষেরা আজ থেকে এই উন্নত চিকিৎসা সেবার ছোঁয়া পাবে।
আমরা কেউই আশা করি না মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আসবে, অথচ চিকিৎসা পাবে না। কিন্তু এখন থেকে রোগীরা আসার পর জেনো উন্নত চিকিৎসা সেবা পায় তার জন্যই এই সেন্ট্রাল অক্সিজেন অত্যন্ত প্রয়োজন।
সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালুতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসনের পক্ষে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

এছাড়া তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে, জনসচেতনতায় স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে। এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করার পর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.